মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে আব্দুল গাফফার চৌধুরীর দাফন সম্পন্ন

|

আব্দুল গাফফার চৌধুরী (১২ ডিসেম্বর ১৯৩৪- ১৯ মে ২০২২)

মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বরেণ্য সাংবাদিক-কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ মে) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিকেল ৪টায় মরদেহ নেয়া হয় জাতীয় প্রেসক্লাবে। সেখানে জানাজা শেষে বিকাল সাড়ে ৫টায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় তাকে।

বিশিষ্ট সাংবাদিক ও ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানের রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ শনিবার (২৮ মে) দুপুরে নেয়া হয় শহিদ মিনারে। পরে দুপুর ১টা ১৩ মিনিটে গার্ড অব অনার দেয়া হয় বরেণ্য এই কলামিস্টকে। গার্ড অব অনার দেয়ার পর জাতীয় পতাকা আবৃত তার মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত বিশিষ্ট নাগরিকরা। পরে সাধারণ জনগণ ফুলেল শ্রদ্ধা জানান তাকে।

উল্লেখ্য, গত ১৯ মে লন্ডনের একটি হাসপাতালে ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবদুল গাফফার চৌধুরী। ২০ মে শুক্রবার পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে তার প্রথম নামাজে জানাজা হয়। এরপর পূর্ব লন্ডনের ঐতিহাসিক শহীদ আলতাব আলী পার্কের শহীদ মিনারে বাংলাদেশি-ব্রিটিশ কমিউনিটির সদস্যরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ২৩ মে গাফফার চৌধুরীর স্মরণে পূর্ব লন্ডনে এক মিলাদ মাহফিল ও শোকসভা আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply