ইউক্রেনে অস্ত্র সরবরাহ পরিস্থিতি আরও অস্থিতিশীল করবে: পুতিন

|

ভ্লাদিমির পুতিন।

ক্রেমলিন প্রধান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এবং জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজকে সতর্ক করে বলেছেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহ পরিস্থিতি আরও অস্থিতিশীল করতে পারে। খবর বার্তাসংস্থা এফপির।

শনিবার (২৮ মে) জার্মান চ্যান্সেলরের অফিস এমন তথ্য জানায়।

জার্মান চ্যান্সেলরের অফিস থেকে জানানো হয়, ৮০ মিনিট আলোচনায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফ্রান্স ও জার্মানির নেতাদের বলেছেন, মস্কো ইউক্রেনের বন্দরে আটকে থাকা শস্য পাঠানোর ব্যবস্থা করবে কিন্তু তার বিনিময়ে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

আলোচনায় পুতিন বলেন, বিশ্ববাজারে শস্য সরবরাহে সমস্যাগুলো পশ্চিমা দেশগুলোর ভ্রান্ত অর্থনৈতিক ও আর্থিক নীতির ফল।

পুতিন ম্যাক্রোন এবং স্কোলজকে আরও বলেন, রাশিয়া কৃষ্ণসাগর বন্দর থেকে ইউক্রেনীয় শস্য রফতানিসহ শস্যের নিরবচ্ছিন্ন রফতানির বিকল্পগুলি খুঁজে পেতে সহায়তা করতে প্রস্তুত। কিন্তু তার বিনিময়ে রাশিয়ার ওপর দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করার শর্ত জুড়ে দেন।

এরআগে, ২৪ ফেব্রুয়ারি ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা চালানোর পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা দেয়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply