নওগাঁর হাটে ধানের সরবরাহ কম, দামও ঊর্ধ্বমুখী

|

নওগাঁর হাটে ধানের সরবরাহ কম। বেড়েছে দর। প্রকারভেদে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে সাড়ে ১৪শ থেকে ১৮শ টাকা পর্যন্ত। এতে খুশি কৃষক। তবে ব্যাবসায়ীরা বলছেন, অবৈধ মজুদ হচ্ছে সরু জাতের ধান।

এদিকে কয়েক দিনের ব্যবধানে প্রতিমণ সরু জাতের ধানে দর বেড়েছে দুইশ থেকে তিনশ টাকা। জিড়াশাইল ও কাটারি সাড়ে ১৪শ থেকে ১৫শ টাকা মণে বিক্রি হচ্ছে। গোল্ডেন আতপের দর ১৮শ থেকে ১৯শ টাকা। সপ্তাহের ব্যবধানে দেড় থেকে দুই শ টাকা বেড়ে মোটা ধান বিক্রি হচ্ছে ১১শ থেকে ১২ টাকায়। ফলনে মার খেয়েছেন, তাই কিছুটা ভাল দর পেয়ে খুশি কৃষক।

কিন্তু হঠাৎই এমন দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলছেন ব্যবসায়ীরা। অনেকের অভিযোগ, ধানের বাজার দখলে নিয়েছে পুঁজিপতি, ফরিয়া-মজুদদাররা। নওগাঁ ধান-চাল আড়তদার সমিতির সভাপতি নিরোদ বরন সাহা বলছেন, অনেকে সরু ধান অবৈধ মজুত করছে। পরে তারাই সিন্ডিকেট করে অস্থির করে তুলবে চালের দর।

তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চলতি মৌসুমে ধান চালের উৎপাদন কম হয়েছে। বাজার স্থিতিশীল রাখতে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান কৃষক ও ব্যবসায়ীরা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply