দেশ ত্যাগ করতে পারছেন না ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট

|

ইউক্রেনের সাবেক রাষ্ট্রপতি পেট্রো পোরোশেঙ্কো বলেছেন রাশিয়া আক্রমণের পর থেকে সরকার রাজনৈতিক যুদ্ধবিরতি ভঙ্গ করে তাকে দেশ ত্যাগ করতে দিচ্ছে না। রাশিয়া ইউক্রেনে হামলা করার ইউক্রেনের রাজনৈতিক দলগুলো একটি রাজনৈতিক যুদ্ধ বিরতি ঘোষণা করেছিল। তিনি অভিযোগ করে বলেন, বাঁধা দেয়ার মাধ্যমে বর্তমান সরকার সে চুক্তি লঙ্ঘন করেছে। খবর বার্তা সংস্থা এফপির।

শনিবার (২৮ মে) পোরোশেঙ্কোর কার্যালয় থেকে এমন তথ্য জানানো হয়।

জানা যায়, পোরোশেঙ্কোর ইউক্রেনীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে লিথুয়ানিয়ায় ন্যাটো সংসদীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার কথা ছিল এবং তিনি ভ্রমণের আনুষ্ঠানিক অনুমতি পেয়েছিলেন। কিন্তু তাকে বর্ডার পার করার সময় বাঁধা দেয়া হয়েছে।

পোরোশেঙ্কো, ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ঘন ঘন প্রকাশ্যে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক টেলিভিশনে ভাষ্য দেওয়ার জন্য। তার ইউরোপীয় সলিডারিটি পার্টি ইউক্রেনের পার্লামেন্টে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ক্ষমতাসীন দলের পর দ্বিতীয় বৃহত্তম দল।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply