পগবাকে ম্যানইউ ছাড়ার পরামর্শ দেশমের

|

ছবি: সংগৃহীত

ফ্রান্সের তারকা মিডফিল্ডার পল পগবাকে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পরামর্শ দিয়েছেন তার জাতীয় দলের কোচ দিদিয়ের দেশম।

নভেম্বরে শুরু হবে কাতার বিশ্বকাপ। চ্যাম্পিয়ন ফ্রান্সের বিশ্বকাপ দলে সুযোগ পেতে পল পগবার ফর্মে ফেরার বিকল্প নেই। কিন্তু এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের কৌশলের সাথে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন এই তারকা মিডফিল্ডার। পগবার সেরাটা দেখতে না পেয়ে চিন্তিত তার জাতীয় দলের কোচ দেশম। তাই শিষ্যকে ক্লাব পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন ব্লুদের কোচ।

দিদিয়ের দেশম বলেন, পগবার অনেকগুলো ইনজুরি আছে। সেই সাথে ক্লাবের পারফরমেন্সও ভালো নয়। ম্যানইউতে থাকলে তার অবস্থার পরিবর্তন নাও হতে পারে। আর এ ব্যাপারে তাকেই কাজ করতে হবে।

ফরাসি লিগের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মোনাকোর অরেলিয়া চুয়ামেনি। পগবাকে জায়গা পুনরুদ্ধারের জন্য বেশ পরিশ্রম করতে হবে; এমন ইঙ্গিত দিয়ে দেশম বলেন, পগবা ও কান্তের অভিজ্ঞতা নেই চুয়ামেনির। কিন্তু তার মাঝে প্রতিভা আছে। আমি হয়তো তাকে একটু আগেভাগেই ডেকেছি। তবে তার মানসিকতা বেশ পরিপক্ব।

ম্যানচেষ্টার ইউনাইটেডের সাথে মৌসুম শেষেই চুক্তি শেষ হচ্ছে পল পগবার। গণমাধ্যমে জোর গুঞ্জন আছে, য়্যুভেন্টাস কিংবা পিএসজিতে যোগ দিতে পারেন পগবা।

আরও পড়ুন: আগামী ফাইনালের জন্য হোটেল বুক করে রাখুন: ক্লপ

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply