শ্রীলঙ্কায় আন্দোলনকারী তরুণদের সরকারে যোগ দিতে বললেন প্রধানমন্ত্রী

|

শ্রীলংকার ক্ষুব্ধ তরুণদের এবার সরকারে যোগদানের আমন্ত্রণ জানালেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। রোববার (২৯ মে) রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া এক ভাষণে তিনি এ আহ্বান জানান। খবর আলজাজিরার।

প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় সবার অংশগ্রহণ জরুরি। তাই আইনপ্রণেতা, তরুণ প্রজন্ম এবং বিশেষজ্ঞদের একযোগে কাজ করা প্রয়োজন।

বর্তমান প্রজন্মের তরুণদের সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, তরুণরা বর্তমান ব্যবস্থা পরিবর্তন করতে ডাক দিচ্ছে। তারা বর্তমান সমস্যাও জানতে চায়। অতএব, আমি ১৫টি কমিটির প্রতিটিতে চারজন যুব প্রতিনিধি নিয়োগের প্রস্তাব করছি।

তিনি বলেন, সংবিধানের কিছু সংস্কার আনার প্রস্তাব দেয়া হয়েছে। সেখানে প্রেসিডেন্টের ক্ষমতা কমানো হচ্ছে এবং বৃদ্ধি পাবে পার্লামেন্টের জবাবদিহি।

উল্লেখ্য, গেলো ৭০ বছরের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকায়, কেনা যাচ্ছে না প্রয়োজনীয় পণ্য। এর প্রতিবাদে, দেশটিতে ৫২ দিন ধরে চলছে বিক্ষোভ-আন্দোলন। যার নেতৃত্ব দিচ্ছেন তরুণরা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply