ধান দিয়ে তৈরি শিল্পকর্ম উপহার দিতে ২৬৪ কিমি হেঁটে রামচরণের বাড়িতে অনুরাগী!

|

ছবি: সংগৃহীত

জনপ্রিয়তায় বলিউড তারকাদের সঙ্গে পাল্লা দিচ্ছেন দক্ষিণী তারকারা। ‘বাহুবলী’, ‘RRR’, ‘KGF’ সিরিজের মতো সিনেমার দৌলতে ভারতে এই জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। তবে তেলেগু সিনেমার তারকা রামচরণকে একটু বেশিই ভালবাসেন তার অনুরাগী জয়রাজ। নিজের জমিতে উৎপন্ন হওয়া ধান দিয়ে তিনি তৈরি করেছেন রামচরণের প্রতিকৃতি। তা দিতে ২৬৪ কিলোমিটার হেঁটে পৌঁছে গিয়েছিলেন তারকার বাড়ি। খবর সংবাদ প্রতিদিনের।

জয়রাজের সঙ্গে রামচরণের ছবি টুইটারে শেয়ার করে বিষয়টি জানান দক্ষিণী প্রযোজক শিবা চেরি। তিনি জানান, গাড়ওয়াল এলাকায় ধানের খেত রয়েছে ওই ব্যক্তির। সেই জমিতে উৎপন্ন ধান দিয়ে তিনি রামচরণের প্রতিকৃতি তৈরি করেছেন। নিজের শিল্পকর্ম প্রিয় তারকার হাতে তুলে দিতে ২৬৪ কিলোমিটার পথ পায়ে হেঁটে এসেছেন তিনি।

ছবিতে দেখা যাচ্ছে, অনুরাগীকে নিজের পাশে বসিয়ে তার শিল্পকর্ম সম্পর্কে বিস্তারিত শুনছেন রামচরণ। তার সঙ্গে ক্যামেরার সামনে পোজও দিয়েছেন। রামচরণকে দুই বস্তা চালও উপহার হিসেবে দিয়েছেন জয়রাজ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply