হকি র‍্যাঙ্কিংয়ে চার ধাপ উন্নতি বাংলাদেশের

|

আন্তর্জাতিক হকি র‍্যাঙ্কিংয়ে ২৭তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। যা লাল-সবুজদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান। হকির র‍্যাঙ্কিং ইতিহাসে এটিই বাংলাদেশের সেরা।

সোমবার (৩০ মে) এক বিবৃতিতে হকি ফেডারেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে হকি র‍্যাঙ্কিংয়ে উন্নতির এ বিষয়টি জানানো হয়েছে।

সম্প্রতি ভালো সময় যাচ্ছে বাংলাদেশের হকিতে। এএইচএফ কাপে চ্যাম্পিয়ন ও এশিয়ান গেমস বাছাইয়ে রানার্সআপ হয়েছে জিমিরা। এশিয়া কাপে ১ জুন পঞ্চম স্থান নির্ধারণের জন্য খেলবে বাংলাদেশ। এশিয়া কাপে পাকিস্তানকে হারাতে পারলে আরও একটি ইতিহাস গড়ে পঞ্চম স্থান অধিকার করবে লাল-সবুজের প্রতিনিধিরা। ইতোমধ্যে ওমান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ।
আরও পড়ুন: সমালোচনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মিরপুরে স্পোর্টিং উইকেট
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply