ইইউকে অভ্যন্তরীণ ঝগড়া বন্ধের পরামর্শ দিলেন জেলেনস্কি

|

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি ইইউকে অভ্যন্তরীণ ঝগড়া বন্ধ করার আহ্বান জানিয়ে বলেছেন, তারা কেবল মস্কোকে সহায়তাই করেছে। এসময় তিনি রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।

সোমবার (৩০ মে) বেলজিয়ামের ব্রাসেলসে একটি সম্মেলনে ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

জেলেনস্কি বলেন, ইউরোপকে অবশ্যই তাদের অভ্যন্তরীণ বিবাদ মিটিয়ে ফেলতে হবে। কারণ, অভ্যন্তরীণ বিবাদ রাশিয়াকে আরও লাভবান করবে।

রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞাসহ নতুন নিষেধাজ্ঞা দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন সময় এসেছে টুকরো টুকরো না হয়ে এক হয়ে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখনও এক মতে পৌঁছাতে পারিনি।

তিনি আরও বলেন, ইইউতে যোগ দেয়ার সকল মানদণ্ড আমরা পূরণ করেছি। তাই আমি আশা করছি যেসকল দেশ আমাদের আমাদের ইইউ প্রার্থিতার বিরোধিতা করেছেন, তারা খুব দ্রুতই তাদের মত পরিবর্তন করবেন।

এ সময় তিনি কিয়েভের ইইউতে যোগ দেয়ার বিরোধিতা করায় জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের ওপর ক্ষোভ প্রকাশ করেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply