চট্টগ্রামে ওয়াসার বিল দিয়েও মিলছে না পানি

|

ওয়াসার পানি না পেয়ে টাকা দিয়ে ভাউচার পানি কিনতে হচ্ছে এলাকাবাসীকে।

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে ওয়াসা একের পর এক প্রকল্প বাস্তবায়ন করলেও কাটছে না পানি সঙ্কট। বিশেষ করে বন্দরনগরীর কিছু কিছু এলাকায় সুপেয় পানির অভাবে জনদুর্ভোগ এখন চরমে। সীমাবদ্ধতার কথা স্বীকার করছে ওয়াসা কর্তৃপক্ষও।

চট্টগ্রাম মহানগরীর দৈনিক পানির চাহিদা প্রায় ৫০ কোটি লিটার। তবে ওয়াসার বিল পরিশোধ করেও লাইনে পানি আসে না। ফলে টাকা দিয়ে ভাউচার থেকে পানি কিনে দৈনন্দিন চাহিদা মেটান এখানকার কয়েক হাজার বাসিন্দা। স্থানীয়রা জানান, প্রতি কলস দুই টাকা ধরে দিনে তিনবার পানি কিনতে হয় তাদের। পানির জন্য এই হাহাকার আর ভোগান্তির শেষ নেই তাদের।

পশ্চিম মাদার বাড়ির মতো নগরীর গোয়ালপাড়া, সদরঘাট, মোহরাসহ আরও কিছু এলাকায় ওয়াসার পানির জন্য হাহাকার চরমে। লাইন নষ্ট হওয়ায় এই সমস্যা বলছেন জনপ্রতিনিধিরা। এ নিয়ে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ বলেন, চট্টগ্রামের একদম শেষ মাথায় আমরা হাই ফ্লোতে পানি দিচ্ছি, যেটা আমাদের পরিকল্পনার মধ্যে ছিল না। এর মধ্যে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের কথায় ২০০-৫০০ ফিট বাড়িয়ে দেয়া হয়েছে। তাই সব জায়গায় পানি পৌঁছাতে অসুবিধা হচ্ছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply