গণতন্ত্র মুছে যাবে একবিংশ শতাব্দীতেই। একনায়কদের হাতেই থাকবে বিশ্ব চালনার চাবিকাঠি। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পরে জো বাইডেনকে অভিনন্দন বার্তা দিতে গিয়ে নাকি এমনই মন্তব্য করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। খবর এনডিটিভির।
আমেরিকান নৌবাহিনীর সদ্য স্নাতকদের জন্য আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন বাইডেন। সেখানে এমন দাবি করেন তিনি।
বাইডেন আরও বলেন, আমরা এমন এক সময়ে বাস করছি, যখন বিশ্বজুড়ে গণতন্ত্র ও স্বৈরাচারের মধ্যে একটা রেষারেষি চলছে। প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার দিন রাতে আমাকে অভিনন্দন জানাতে করা ফোনে জিনপিং সেটাই বলেন, যা তিনি আগেও বহুবার বলেছেন। জিনপিং এর মতে, গণতন্ত্র ২১ শতকে টিকতে পারবে না। স্বৈরাচারই বিশ্ব চালাবে।
/এমএন
Leave a reply