সিলেট ও সুনামগঞ্জে বন্যায় সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা। পানিবন্দি অবস্থায় কাটছে তাদের দিনরাত। অনেকেই যেতে পারছে না স্কুলে। বাড়ছে রোগবালাই, সেই সাথে পানিতে ডুবে মুত্যুর ঝুঁকি তো রয়েছেই। সব মিলিয়ে চরম উদ্বিগ্ন অভিভাবকরা।
সিলেট-সুনামগঞ্জের বন্যার পানি এখন কিছুটা কমেছে। তবে কোথাও কোথাও এখনও পানিবন্দি মানুষ। কারো কারো বাড়ির চারপাশে থৈ থৈ করছে বানের জল। বাসা বাড়িতে যেতে আসতে এখনও নৌকা বা কলা গাছের ভেলাই ভরসা। এমন পানিবন্দি অবস্থায় বয়স্কদের পাশাপাশি শিশুরা রয়েছে সবচেয়ে ঝুঁকিতে।
দীর্ঘসময় পানিবন্দি থাকায় খবার সঙ্কট দেখা দিয়েছে প্রায় প্রতিটি ঘরে। বিশেষ করে যেসব পরিবারের শিশু সন্তান রয়েছে তাদের দুর্ভোগ যেনো কয়েকগুণ বেশি। বাড়ির চারপাশ থেকে এখনও বন্যার পানি না নামায় বহু শিক্ষার্থীর স্কুলে যাওয়া বন্ধ। দিনরাত কাটছে ঘরবন্দি অবস্থায়। এতে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। এভাবে চলতে থাকলে পানিবন্দি শিশুরা দীর্ঘমেয়াদী ঝুঁকিতে পড়বে বলে শঙ্কা অভিভাবকদের।
এসজেড/
Leave a reply