স্টাফ করেসপনডেন্ট, খাগড়াছড়ি:
একাত্তরের উত্তাল সেইসব দিন নিয়ে নাটক, সিনেমা হয়েছে অনেক। এবার ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে শিল্পকলা একাডেমি। পাহাড়ে গণহত্যা আর মুক্তিযুদ্ধের চিত্র নিয়ে তৈরি করছে মঞ্চ নাটক ‘রক্তে ভেজা গৌরবগাঁথা’। বৃহস্পতিবার (২ জুন) যা মঞ্চস্থ হবে খাগড়াছড়িতে। স্বাধীনতা সংগ্রাম ছাড়াও ৪৭ এর দেশভাগ, ৫২’র ভাষা আন্দোলন, ও ছয়দফা আন্দোলন চিত্র ফুটিয়ে তোলা হবে এ নাটকে।
মহান মুক্তিযুদ্ধে গণহত্যা, শরণার্থী জীবন এবং সে সময়ে পাহাড়ি জনগোষ্ঠীর ভাবনা, এসবই উঠে আসবে রক্তে ভেজা গৌরবগাঁধা নাটকে। খাগড়াছড়ি শিল্পকলা একাডেমিতে চলছে এর প্রস্তুতি।
পরিবেশ থিয়েটারের মাধ্যমে মুক্তিযুদ্ধের সময় দেশজুড়ে ঘটে যাওয়া গণহত্যার গল্প তুলে আনার কাজ করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এরই ধারাবাহিকতায় আগামী বৃহস্পতিবার খাগড়াছড়ির বিসিক শিল্প নগরী মাঠে মঞ্চস্থ হবে নাট্যকার ও নির্দেশক সুবীর মহাজনের ‘রক্তে ভেজা গৌরবগাঁথা’। আর এ নাটকে মুক্তিযুদ্ধে খাগড়াছড়ির মানুষের ত্যাগ, অবদান এবং ভূমিকা নিয়ে নানা চরিত্রে অভিনয় করবেন জেলা শিল্পকলা একাডেমির নাট্যদলের সদস্যরা।
স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জীতেন বড়ুয়া বলেন, মুক্তিযুদ্ধের সময় পাহাড়ে হওয়া গণহত্যা এবং সেই ইতিহাস অনেকে জানতো না। আশা করি এবার সবাই এই নাটকের মাধ্যমে তা জানতে পারবে। অন্যদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান জানে আলম বলেন, স্বাধীনতার ৫০ বছর পর হলেও এমন একটি উদ্যোগ নেয়া হয়েছে, এটি আসলেই আশাব্যঞ্চক।
এ অঞ্চলের মুক্তিযুদ্ধ ইতিহাস সংরক্ষণে এই উদ্যোগ সহায়ক হবে বলছেন নাটকটির রচয়িতা এবং নির্দেশক সুবীর মহাজন। তিনি বলেন, পুরো চিত্র হয়তো তুলে আনা যাবে না। তবে আমরা একটা ধারণা দিতে পারবো, সেই সময় কারা গণহত্যার শিকার হয়েছে, কারা মুক্তিযুদ্ধ করেছে।
এসজেড/
Leave a reply