ইউক্রেনকে অত্যাধুনিক রকেট দিচ্ছে ওয়াশিংটন, পরমাণু ক্ষেপণাস্ত্রের মহড়া শুরুর ঘোষণা মস্কোর

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনে অত্যাধুনিক রকেট পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ইউক্রেনের আত্মরক্ষায় সাহায্য করার জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে মস্কো এই ঘোষণায় পরমাণু ক্ষেপণাস্ত্রের মহড়া শুরু করার পাল্টা ঘোষণা দিয়েছে। খবর বিবিসির।

খবরে বলা হয়, কিয়েভ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছে এই ক্ষেপণাস্ত্রটি দাবি করে আসছিল- যা দিয়ে বহু দূর থেকে শত্রুকে লক্ষ্য করে নিখুঁতভাবে হামলা করা সম্ভব।

ইউক্রেনকে এই অস্ত্র দেয়ার ব্যাপারে আপত্তি জানিয়ে আসছিল রাশিয়া এবং এটি মস্কোর বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে এই আশঙ্কায় ওয়াশিংটনও এতদিন ইউক্রেনকে এই রকেট দিতে রাজি হয়নি।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, এই রকেট দিয়ে রাশিয়ার ভেতরে কোনো ধরনের আক্রমণ করা হবে না। জেলেনস্কি কাছ থেকে এই আশ্বাস পাওয়ার পরেই ওয়াশিংটন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

প্রেসিডেন্ট বাইডেনের এই ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছে রাশিয়া। মস্কো বলছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অত্যাধুনিক রকেটসহ যেসব যুদ্ধাস্ত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা সেটাকে ‘অত্যন্ত নেতিবাচকভাবে’ দেখছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply