২৫ দেশে ছড়ালো মাঙ্কিপক্স

|

ছবি: সংগৃহীত।

বিশ্বের ২৫টি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। এখন পর্যন্ত শনাক্ত ও সন্দেহভাজন মিলিয়ে তিন শতাধিকের অধিক রোগী পাওয়া গেছে। এরমধ্যে বেশির ভাগই ইউরোপ অঞ্চলের। খবর রয়টার্সের।

মাঙ্কিপক্স শনাক্ত হওয়া দেশগুলো হলো অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক রিপাবলিক, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।

মাঙ্কিপক্স পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোর একটি স্থানীয় রোগ। যেটি এখন আফ্রিকার বাইরেও শনাক্ত হচ্ছে। আফ্রিকার বাইরে গত মার্চে ইউরোপে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। ইউরোপের মধ্যে বর্তমানে পর্তুগালে বেশি ছড়িয়েছে মাঙ্কিপক্স।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply