গ্যাস-বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে থাকবে: নসরুল হামিদ

|

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড় শুরু হলেও তা সহনীয় পর্যায়ে থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (২ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) উদ্যোগে ‘মূল্যবৃদ্ধি না করে বিদ্যুৎ ও গ্যাস খাতের আর্থিক ঘাটতি সমন্বয়’ এর বিকল্প প্রস্তাব উপস্থাপন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

নসরুল হামিদ বলেন, গ্যাস-বিদ্যুতের দাম কেমন হবে, সেটা এখন বলা সম্ভব নয়। এ বিষয়ে বিইআরসি সিদ্ধান্ত নেবে। তবে এ দাম বড় ধরনের চাপ তৈরি করবে না বলে আশ্বাস দেন তিনি।

বর্তমান পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখা চ্যালেঞ্জ উল্লেখ করে নসরুল হামিদ বলেন, ইউক্রেন যুদ্ধাবস্থায় বিদ্যুৎ-জ্বালানির দাম ঠিক রাখতে অনেক দেশই হিমশিম খাচ্ছে। তবে ভ্যাট-ট্যাক্স সমন্বয়সহ নানা উপায়ে দাম না বাড়িয়ে উল্টো সাশ্রয় করা সম্ভব বলে প্রস্তাবনা তুলে ধরে ক্যাব।

এ অনুষ্ঠানে ক্যাবের সভাপতি গোলাম রহমান বলেন, জনগণকে জ্বালানি সরবরাহ করা ব্যবসায়িক নয়, বরং সামাজিক দায়িত্ব সরকারের। অপচয় রোধ করে বাড়াতে হবে ভর্তুকি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply