‘সরকারে থাকলেও ক্ষমতা আমাদের হাতে ছিল না’, বিস্ফোরক মন্তব্য ইমরান খানের

|

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীত্বের শেষ দিকে পাকিস্তানের রাজনীতিতে বিদেশি শক্তির প্রভাব নিয়ে সরব হয়ে উঠেছিলেন ইমরান খান। এবারে ক্ষমতা ছাড়ার পর দেশটির সরকারের ওপর পাক সেনাদের সরাসরি প্রভাব খাটানোর কথা ইঙ্গিত দিলেন তিনি। বললেন, সরকারে থাকলেও আমাদের হাত-পা ছিল বাঁধা। আমরা সবাই জানি, পাকিস্তানে কাদের হাতে সবচেয়ে বেশি ক্ষমতা। তাদের ওপরই নির্ভর করতে হতো। খবর এনডিটিভির।

বুধবার (১ জুন) পাকিস্তানি এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেন, আমাদের সরকার যখন ক্ষমতায় এলো, তখন আমরা সত্যিই দুর্বল ছিলাম। সেই সময় বিভিন্ন দলের সাহায্য নিতে হয়েছিল আমাদের। কিন্তু আমাদের হাত বাঁধা ছিল। আমরা সবাই জানি, পাকিস্তানে কাদের হাতে সবচেয়ে বেশি ক্ষমতা। তাই তাদের উপরেই নির্ভর করতে হয়েছিল আমাদের।

অবশ্য নাম উল্লেখ না করেই এখানে ইমরান যে পাক সেনাবাহিনীর কথা বলেছেন, সে বিষয়টি স্পষ্ট। তিনি আরও বলেন, সব সময়ই ওদের ওপর ভরসা করতে হতো আমাদের। ওরা অনেক ভালো কাজ করেছে। আবার জরুরি ছিল এমন অনেক কিছুই তারা করেনি। ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর মতো প্রতিষ্ঠান ওদের নিয়ন্ত্রণে থাকায় ওদের হাতেই এখন ক্ষমতা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply