বার্সার জার্সিতে স্পটিফাই, মূল্য প্রায় সাড়ে ৮ হাজার টাকা

|

আগামী মৌসুমে বার্সার নতুন জার্সি। ছবি: সংগৃহীত

আগামী মৌসুম থেকে স্পটিফাই লেখা নতুন জার্সি পরে ঘরের মাঠে খেলবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। গত মৌসুমের জার্সির চাইতে এবারের জার্সির রঙ কিছুটা ভিন্ন হবে জানানো হয়েছে।

জার্সিটি কিনতে হলে বার্সা ভক্তদের গুনতে হবে ৯৪.২৩ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৩৪৩ টাকা। ১৯৯২ সালে বার্সেলোনায় অনুষ্ঠিত অলিম্পিক থেকে উৎসাহিত হয়ে বানানো হয়েছে এই জার্সিটি। সে সময় ক্লাবটিকে যেতে হয়েছিল বেশ কয়েকটি পরিবর্তনের মধ্য দিয়ে। এবারও ক্লাবের স্টেডিয়াম ন্যু ক্যাম্পের নামকরণে আসছে ‘স্পটিফাই’। আর তারই যোগসূত্র হিসেবে ক্লাবের জার্সিতে ফিরিয়ে আনা হয়েছে ১৯৯২ সালের জার্সির থিম।

ছবি: সংগৃহীত

নতুন এই জার্সিটি ‘জাগ্রত শিখা’ স্লোগানের ঐতিহ্য ফিরিয়ে আনবে বলে মনে করছেন বার্সা কতৃপক্ষ। বার্সেলোনার নতুন এই জার্সিটি তৈরি করেছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি। জার্সিগুলো পাওয়া যাবে নাইকির সবকটি স্টোরে।

আরও পড়ুন: মেসিদের নাচ দেখে নেইমার বললেন, ‘ওরা কি বিশ্বকাপ জিতে গেছে?’

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply