ওড়িশার সব মন্ত্রীর পদত্যাগ

|

ওড়িশার সংসদ ভবন। ছবি: সংগৃহীত।

পদত্যাগ করেছেন ভারতের ওড়িশা রাজ্যের সব মন্ত্রী। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের নির্দেশ মেনে তারা পদত্যাগ করেছেন। খবর দ্য হিন্দুর।

শনিবার (৪ জুন) দুপুরে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা। মন্ত্রীদের পাশাপাশি ওড়িশা বিধানসভার স্পিকারও পদত্যাগ করেছেন। আগামীকাল রোববার দুপুরে রাজ্যের নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে ভারতের একাধিক গণমাধ্যমে জানানো হয়েছে।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক মন্ত্রিসভায় রদবদল করতে চায়। দায়িত্ব দিতে চান নবীনদের। কিন্তু মন্ত্রিসভা টিকিয়ে রেখে রদবদল করলে অনেক সমস্যা দেখা দিত। আর তাতে বিরোধী দল বিজেপি সুবিধা পেত। তাই মন্ত্রিসভার সকলকে পদত্যাগ করতে বলেন তিনি।

২০১৯ এর বিধানসভা ভোটে জিতে টানা পঞ্চমবার ওড়িশার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন নবীন পট্টনায়েক। ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে দলকে শক্তিশালী ও পুনরুজ্জীবিত করতে নবীন পট্টনায়েকের এই সিদ্ধান্ত বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply