সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল লাতিন দেশ পেরু। শনিবার (৪ জুন) দেশটির আরেকিপা ও কুসকো শহরের মিছিল করে হাজারো খনি শ্রমিক। আদিবাসী এবং পেরুর বৃহত্তম চীনা মালিকানাধীন কোম্পানির মধ্যে বিরোধের সমাধান না করায় রাষ্ট্রপতি পেদ্রো কাস্টিলো এবং তার সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে লাইমে জড়ো হয় শত শত খনি শ্রমিক। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।
দেশটির প্রধানমন্ত্রী অ্যানিবাল টোরেসের সাথে দিনের শুরুতে অনুষ্ঠিত একটি বৈঠকের পর লাস বাম্বাস খনির মহাব্যবস্থাপক এডগার্দো অর্ডারিক বলেন, বর্তমান পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে। এ পরিস্থিতি আর চলতে পারে না। লাস বাম্বাস আন্তরিকভাবে একটি সংলাপ করতে চায় এবং এ ধরণের সংঘর্ষ আর চায় না।
খনি শ্রমিকদের দাবি, সরকার খনিটিতে হস্তক্ষেপ করে প্রবেশদ্বার অবরোধকারী সমস্ত আদিবাসীদের জোরপূর্বক অপসারণ করুক। এছাড়াও তারা তাদের চাকরি হারানোর বিষয়ে উদ্বিগ্ন।
এদিকে আদিবাসীদের দাবি, চীনা মালিকানাধীন কোম্পানি মিনমেটালস বেশি অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়ে তাদের পৈতৃক জমি খনন করেছিল। কিন্তু তারা এখন তাদের জমি ফেরত দিতে অপারগতা প্রকাশ করছে।
এর আগে মে মাসের শুরুর দিকে প্রায় ৭০০ জন আদিবাসীকে কয়েক সপ্তাহ ধরে খনিতে প্রবেশে বাধা দেওয়ার জন্য উচ্ছেদ করা হয়েছিল। এখন তাদের অনেকেই খনি শ্রমিকদের বাঁধা দিতে ফিরে এসেছেন।
এটিএম/
Leave a reply