২২.৭৮ শতাংশ বাড়লো গ্যাসের দাম, জুন থেকেই কার্যকর

|

ছবি: সংগৃহীত

গড়ে ২২.৭৮ শতাংশ বাড়লো গ্যাসের দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, ১ জুন থেকে নতুন দাম প্রযোজ্য ও কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।

রোববার (৫ জুন) বিইআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আবু ফারুক গ্যাসের নতুন দাম ঘোষণা করেন। তিনি বলেন, গ্যাসের দাম বাড়ার ফলে বাড়বে বিদ্যুতের দামও; সেটা হতে পারে সর্বোচ্চ ১১ শতাংশ।

বিআইআরসির নির্ধারিত প্রতি ঘনমিটারে নতুন মূল্যহারে বিদ্যুতের দাম ৫.০২ টাকা, ক্যাপটিভ বিদ্যুৎ (ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, স্মল পাওয়ার প্ল্যান্ট ও বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্র) ১৬ টাকা, সার ১৬ টাকা, বৃহৎ শিল্প ১১.৯৮ টাকা, মাঝারি শিল্প ১১.৭৮ টাকা ও ক্ষুদ্র, কুটির ও অন্যান্য শিল্প ১০.৭৮ টাকা।

বাণিজ্যিক গ্যাসের মূল্য (হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট) ২৬.৬৪ টাকা নির্ধারিত হয়েছে। তবে বাড়েনি সিএনজির মূল্য। মিটারভিত্তিক বার্নারের মূল্য ঠিক হয়েছে ১৮ টাকা। বাসাবাড়িতে একটি চুলার নতুন বিল ৯৯০ আর দুই চুলার জন্য গুণতে হবে ১০৮০ টাকা।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply