এবারও হচ্ছে না জেএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

|

এবারও হচ্ছে না জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি ও সমমানের পরীক্ষা। মূল্যায়নের মাধ্যমে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

রোববার (৫ জুন) সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

এ সময় মন্ত্রী বলেন, চলতি সপ্তাহেই এমপিওভুক্তির জন্য আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হবে। এর বাইরে এনটিআরসির মাধ্যমে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ করা হবে।

গত ৩০ সেপ্টেম্বর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত করতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে ১০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এমপিওভুক্তির জন্য আবেদন করতে বলা হয়। পরে স্কুল-কলেজসহ বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন করলে সেটি যাচাই-বাছাইয়ের জন্য গত ৭ নভেম্বর ৯ সদস্যের কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। কমিটিকে সহায়তা করতে আরও চার সদস্যের একটি উপকমিটিও গঠন করা হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply