মরদেহ শনাক্তে স্বজনদের ডিএনএ টেস্ট, নমুনা পরীক্ষার লম্বা লাইন

|

মরদেহ শনাক্তে ডিএনএ টেস্ট করাতে চমেকে স্বজনদের ভিড়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্বজনদের মরদেহের খোঁজে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা নিচ্ছে পুলিশ। নানান জায়গায় খুঁজেও না পেয়ে স্বজনহারারা ছুটে আসছেন, নাম লেখাচ্ছেন নমুনা সংগ্রহের তালিকায়। আর ভেতরে আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন ১৬৩ জন। এর মধ্যে ১৫ জনের পুড়ে গেছে শ্বাসনালী। নিহতদের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চমেকের বাতাস।

কন্টেইনার ডিপোতে অপারেটরের কাজ করতেন জুয়েল। হাসপাতালে খোঁজ নেই, মরচুয়ারিতেও চেনা যাচ্ছে না। তার দুটি সন্তানের একজন প্রতিবন্ধী। বাবার খোঁজে ডিএনএ নমুনা দিতে পুরো পরিবার এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

লরি চালক মাঈনুদ্দিনকে খুঁজে পাচ্ছে না তার পরিবার। সবশেষ আগুন লাগার সময় ভিডিও কলে কথা হচ্ছিল বাবার সাথে। তার স্বজনরাও এসেছেন ডিএনএ নমুনা দিতে। ছোট্ট ফাইজাও এসেছে বাবার খোঁজে। স্বজনদের সাথে লাইনে দাঁড়িয়েছে সেও।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply