নিজেই ডাকাতির শিকার খরস্রোতা ডাকাতিয়া

|

একসময়ের খরস্রোতা ডাকাতিয়া নদী এখন নিজেই ডাকাতির শিকার। তীর দখল করে চলছে নানা ব্যবসা। কেউ কেউ গড়ে তুলেছেন স্থায়ী-অস্থায়ী আবাসস্থলও। তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় হুমকির মুখে ডাকাতিয়া নদী। একের পর এক কমিটি গঠিত হলেও এখন পর্যন্ত হয়নি কোনো সমাধান। নদীর সীমানা পরিমাপে সবশেষ ২ মাস আগে যৌথ কমিটি গঠন করে বিআইডব্লিউটিএ। কিন্তু এখনও নেই কোনো দৃশ্যমান অগ্রগতি।

স্থানীয়দের অভিযোগ, নদীর তীর দখলে হাত আছে প্রভাবশালীদের। নদীতীরের ভূমি বিআইডব্লিউটিএকে বুঝিয়ে দিতে কয়েক দফায় কমিটি গঠন করে জেলা প্রশাসন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তবে সীমানা বুঝে পেলে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক কায়সারুল ইসলাম।

জেলা প্রশাসক কামরুল হাসান বলছেন, সমন্বিত একটি কমিটি গঠন করা হয়েছে। যৌথ জরিপ শেষে বোঝা যাবে কতটুকু জায়গা দখলে আছে। তারপর সেটি উদ্ধার করা হবে বলে আশ্বাস তারও।

প্রসঙ্গত, বিআইডব্লিউটিএর তথ্য মতে, ডাকাতিয়া নদীর দৈর্ঘ্য ১৪১ কিলোমিটার, আর গড় প্রস্থ ৬৭ মিটার।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply