অনিয়ম ও জবাবদিহিতার অভাবে সীতাকুণ্ডে দুর্ঘটনা ঘটেছে: ফখরুল

|

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

রাষ্ট্রের সবক্ষেত্রে অনিয়ম ও জবাবদিহিতার অভাবে সীতাকুণ্ডে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৭ জুন) দুপুরে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, এই দুর্ঘটনার দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত। কনটেইনার মালিকদের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে বিচার করার দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আহত-নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে।

বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, নিত্যপণ্যের বাড়তি দামে মানুষ যখন দিশেহারা তখন গ্যাসের দাম বৃদ্ধি যেন মরার ওপর খাঁড়ার ঘা।

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ৯ জুন মহানগরে, ১১টি জেলা শহর ও ১৩টি উপজেলা পর্যায়ে প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন: অতি দরকারি কিংবা জীবন রক্ষাকারী বাহিনীর কোনো উন্নয়ন হয়নি: ফখরুল

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply