অপরাধ আর ভোগান্তির স্বর্গ কুমিল্লার ৩ ওয়ার্ড, নির্বাচন ঘিরে কী প্রত্যাশা এলাকাবাসীর?

|

ডাস্টবিন না থাকায় কুমিল্লার এই ওয়ার্ডে রাস্তাতেই ফেলা হয় ময়লা।

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লা নগরীর ঘনবসতি এলাকা হিসেবে চিহ্নিত ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ড। এসব এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন হয়েছে। তবে বদলায়নি পুরনো অবকাঠামো। প্রধান সমস্যা মাদক, চুরি, ছিনতাই। খোলা ড্রেন, সড়কে ময়লা-আবর্জনা। মশা-মাছির উপদ্রব তো আছেই। সব মিলিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ। মেয়র কিংবা কাউন্সিলর যিনিই নির্বাচিত হবেন এসব সমস্যা সমাধানে কাজ করবেন এমন প্রার্থীকেই ভোট দিতে চান এই এলাকার বাসিন্দারা।

কুমিল্লা সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর্থা, তালতলা, বড়পুকুরপাড় ও থিরাপুকুরপাড়ের আংশিকসহ ইপিজেড লাগোয়া এলাকাটি বেশ ঘনবসতিপূর্ণ। সরু গলিপথ। ডাস্টবিন না থাকায় সড়কেই ফেলা হয় ময়লা আবর্জনা।

১৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর্থার আংশিক, থিরাপুকুরপাড় ও মুরাদপুরেও প্রধান সমস্যা মাদক। চুরিসহ কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যেও নাজেহাল এলাকাবাসী। অল্প বৃষ্টিতে এলাকায় জমে পানি। সড়কের উন্নয়ন হলেও, ডাস্টবিন সমস্যা রয়েই গেছে।

১৫ নং ওয়ার্ডে কাশারিয়াপট্টি, মৌলভীপাড়া, গদারমার কলোনী, কাটাবিল। ঘনবসতি হওয়ায় অলিগলিতেই চলে চুরি-ছিনতাই। মাদকের থাবা এলাকা জুড়েই। অপরাধের স্বর্গরাজ্যও বলা যায়। স্থানীয় প্রশাসনের নজর না থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা।

৫৩ দশমিক শূন্য চার বর্গকিলোমিটার এলাকা নিয়ে গঠিত কুমিল্লা সিটি করপোরেশনে ভোটার ২ লাখ ২৭ হাজার ৭৯২ জন। ১৫ জুন ভোটে সুষ্ঠুভাবে ভোট প্রয়োগের মাধ্যমে যোগ্য নগর পিতাকে বেছে নিতে চায় সাধারণ মানুষ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply