পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রধান ইমরান খানের কিছু হলে দেশের বর্তমান শাসকদের ওপর আত্মঘাতী হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন পিটিআইয়ের এক সংসদ সদস্য।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সোমবার (৬ জুন) এক ভিডিওবার্তায় এ হুমকি দেন আতাউল্লা নামের ওই সংসদ সদস্য। যেখানে তিনি বলেন, যদি ইমরান খানের মাথার একটি চুলও ক্ষতিগ্রস্থ হয়, তবে দেশ পরিচালনাকারীরা সতর্ক হয়ে যান। আপনি বা আপনার সন্তানরা কেউই থাকবেন না। আমিই প্রথম আপনার উপর আত্মঘাতী হামলা চালাব, আমি আপনাকে যেতে দেব না। এমন আরও হাজার হাজার কর্মী প্রস্তুত আছে।
এর আগে, এপ্রিলের শুরুতে পাকিস্তানের সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছিলেন- গোয়েন্দা তথ্যের রিপোর্ট বলছে, ইমরান খানকে হত্যার জন্য একটি ছক আঁকা হচ্ছে।
পরে, গত ১৪ মে ইমরান খান এক সমাবেশে তার সমর্থকদের উদ্দেশে বলেছেন- তিনি একটি ভিডিও রেকর্ড করেছেন, যেখানে তাকে হত্যাচেষ্টা করা সকলের নাম তিনি নিয়েছেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর একজন সাংবাদিক আতাউল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার কথা স্মরণ করিয়ে দেন।
গত এপ্রিলে পাকিস্তানের সংসদে আনা এক অনাস্থা প্রস্তাবে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। তখন থেকেই তিনি দাবি করে আসছেন তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব একটি ‘বিদেশি ষড়যন্ত্র’। এই ষড়যন্ত্রের পেছনে তিনি যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। যদিও ওয়াশিংটন তার এ দাবি ফিরিয়ে দিয়েছে। সূত্র: এনডিটিভি।
জেডআই/
Leave a reply