স্টাফ করেসপনডেন্ট, রংপুর:
রংপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারির মাধ্যমে বিক্রির অভিযোগে ফিরোজ আহমেদ নামের এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব জিসান জানান, মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় জিআরপি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে স্টেশনের ফাস্টফুড দোকান অভিযান চালায়। এ সময় দোকানের মালিক ফিরোজ আহমেদকে ট্রেনের টিকেট কালোবাজারি করে বেশি দামে বিক্রির সময় গ্রেফতার করে। পরে খবর পেয়ে সেখানে আমরা ভাম্যমাণ আদালত পরিচালনা করি। গুরুত্ব বিবেচনায় আইনের মাধ্যমে তাকে ৬ মাসের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও অতিরিক্ত এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
রেলওয়ে পুলিশ রংপুর স্টেশন ফাঁড়ির ইনচার্জ মোস্তফা জানান, ফিরোজ আহমেদের বাড়ি স্টেশন এলাকায়। দুই বছর আগে তিনি বিদেশ থেকে দেশে ফেরেন। তারপর স্টেশন প্ল্যাটফর্মে একটি থেকে দোকান বরাদ্দ নিয়ে সেখানে কফিসহ স্নাক্সের ব্যবসা শুরু করেন। ব্যবসার আড়ালে তিনি দীর্ঘদিন থেকে সুকৌশলে টিকিট কালোবাজারি করতেন। মঙ্গলবার সন্ধ্যার পর আমরা তাকে হাতেনাতে আটক করি।
জেডআই/
Leave a reply