‘শ্রীলঙ্কাকে সচল করতে আগামী ছয় মাসে দরকার ৬০০ কোটি ডলার’

|

ছবি: সংগৃহীত

জীবনযাত্রার ন্যূনতম মান বজায় রাখতে আগামী ছয় মাসে শ্রীলঙ্কার নগদ অর্থের সংকটে থাকা সরকারের অন্তত ৬০০ কোটি ডলার লাগবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। খবর বার্তা সংস্থা এপির।

মঙ্গলবার (৭ জুন) দেশটির পার্লামেন্ট অধিবেশনে এ কথা জানিয়েছেন তিনি। বলেন, কেবল অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠাই যথেষ্ট নয়, আমাদের পুরো অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে।

বিক্রমাসিংহে বলেন, আগামী ছয় মাস শ্রীলঙ্কার জীবনব্যবস্থা নির্বিঘ্ন করতে প্রয়োজন ৫০০ কোটি ডলার। রুপিকে শক্তিশালী অবস্থানে নিতে বাড়তি ১০০ কোটি ডলার লাগবে। অর্থাৎ দেশকে পুনরায় সচল করতে আমাদের দরকার ৬ শ’ কোটি ডলার। যা শ্রীলঙ্কার তহবিলে নেই। আন্তর্জাতিক সংস্থা এবং মিত্রদের বলছি আপনারা এগিয়ে আসুন।

এ সময় তিনি বলেন, আগামী তিন সপ্তাহ লঙ্কানদের জন্য বিভীষিকাময় হবে। কারণ দ্রুতই মজুদে থাকা রান্নার গ্যাস এবং জ্বালানি ফুরিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। অতিরিক্ত জ্বালানি না পোড়ানোরও নির্দেশনা দিয়েছেন তিনি। জরুরি প্রয়োজন ছাড়া যানবাহন না চালাবার পরামর্শও দেন বিক্রমাসিংহে।

গেল ৭০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখছে শ্রীলঙ্কা। বৈদেশিক ঋণ শোধ করতে না পারায় নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। তাছাড়া বিদেশি মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকায় জরুরি পণ্য আমদানি করা যাচ্ছে না। কিছুদিন আগেই জনরোষের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। বিলুপ্ত হয় সরকার ও পার্লামেন্ট।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply