শেষ হলো ঢাবি ক ইউনিটের পরীক্ষা

|

২০২১-২০২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ জুন) সকাল ১১টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভাগীয় ৮ শহরে একযোগে এ পরীক্ষা চলে। এবার ক ইউনিটে প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন ৬২.৫১ জন।

ক ইউনিটে ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হয়। এমসিকিউ পরীক্ষা ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষা হয় ৪৫ মিনিট। এমসিকিউ অংশে প্রতি বিষয়ে মোট নম্বর ছিল ১৫ করে, আর লিখিত অংশে প্রতি বিষয়ে মোট নম্বর ১০ করে। এ ক্ষেত্রে প্রতিটি প্রশ্নের মান ২ থেকে ৫-এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসী, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনােলজি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে ৩৩টি বিভাগ রয়েছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply