ঢাবি ভর্তি পরীক্ষার জন্য দোয়া চেয়েছেন ৫৫ বছর বয়সী বেলায়েত

|

বেলায়েত শেখ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার জন্য ফেসবুকে পোস্ট দিয়ে দোয়া চেয়েছেন গাজীপুরের মাওনার বাসিন্দা ৫৫ বছর বয়সী বেলায়েত শেখ। আজ শনিবার (১১ জুন) অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) ভর্তি পরীক্ষায় অংশ নেবেন তিনি।

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় থাকেন বেলায়েত শেখ। পঞ্চাশোর্ধ এই ব্যক্তি এইচএসসি পাস করে হৈচৈ ফেলে দিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে পড়ার আগ্রহের কথা প্রকাশ করে রীতিমতো হৈচৈ ফেলে দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম আলোচনায় সরগরম ছিল বেলায়েতকে নিয়ে।

শুক্রবার (১১ জুন) ফেসবুকে পোস্ট করা স্ট্যাটাসে বেলায়েত শেখ লেখেন, আল্লাহ যদি দয়া করেন, কাল আমার পরীক্ষা। সকলের ভালোবাসার কাছে আমি চিরঋণী। দোয়া চাই বন্ধুরা।

বেলায়েতের বয়স এখন ৫৫ হলেও ভেতরটা একদমই তরুণ। এক সময় স্বপ্ন ছিল নিজে বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নেবেন। তবে তা আর হয়ে ওঠেনি। তিন সন্তান দিয়েও পূরণ হয়নি সেই লালিত স্বপ্ন। তাই শেষমেষ এ বয়সে আবারও শুরু করেন লেখাপড়া। ২০১৯ সালে এসএসসি এবং ২০২১ সালে এইচএসসি পাশ করেন বেলায়েত।

পেশায় সংবাদকর্মী বেলায়েত চান ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়তে। লেখালেখির চর্চার পাশাপাশি করতে চান শিক্ষকতা। শিক্ষানুরাগী বেলায়েতের অব্যাহত প্রচেষ্টায় মুগ্ধ তার পরিবার-স্বজনরা। স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রমের পাশাপাশি সাহস আর দৃঢ় মানসিকতাকে গুরুত্বপূর্ণ মনে করেন বেলায়েত শেখ।

আরও পড়ুন: ৫৫ বছর বয়সে ঢাবির ভর্তি পরীক্ষা দিচ্ছেন বেলায়েত

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply