পূর্বসুরি ও প্রতিদ্বন্দ্বীকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে, বলিভিয়ার সাবেক নারী প্রেসিডেন্ট জেনিন আনেজকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। শুক্রবার (১০ জন) এ রায় ঘোষণা হয়।
রায়ে বলা হয়, সংবিধান পরিপন্থী সিদ্ধান্ত গ্রহণ ও কর্তব্যে অবহেলার জেরে এ সাজা দেয়া হলো তাকে। ২০১৯ সালে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করে, তৎকালীন প্রেসিডেন্ট ইভো মোরালেসকে ক্ষমতা থেকে সরানোর পেছনে তার সংশ্লিষ্টতা ছিল বলে প্রমাণ পেয়েছেন আদালত। ইভা মোরালেসের পদত্যাগের পর জেনিন বেআইনিভাবে ক্ষমতায় বসেন বলেও প্রমাণিত হয়েছে। দেশটির একটি নারী কারাগারে ১০ বছর সাজা ভোগ করবেন বলে জানানো হয়েছে।
তবে রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে জেনিনের আইনজীবীরা। এর আগে ২০২১ সালে ক্ষমতায় বসার এক বছর পরই দুর্নীতি ও রাষ্ট্রদ্রোহীতার দায়ে গ্রেফতার হন তিনি।
এটিএম/
Leave a reply