চট্টগ্রামে ব্যবসায়ী খুনের ঘটনায় পিস্তল বাবুসহ গ্রেফতার ৩

|

ছবি: প্রতীকী।

চট্টগ্রামের কোতোয়ালি থানার কাজীর দেউড়িতে পূর্ব বিরোধের জের ধরে মঈনুদ্দিন নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে খুনের ঘটনায় কিশোর গ্যাং লিডার ফয়সাল হোসেন বাবু ওরফে পিস্তল বাবুসহ (২৪) তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

আজ শনিবার (১১ জুন) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ৯ জুন ভোর সাড়ে পাঁচটার দিকে কাজীর দেউড়ির দুই নম্বর গলিতে খুন হন মঈনুদ্দিন। এ ঘটনায় মোবারক নামে অন্য একজন আহতও হয়। জানা যায়, বাণিজ্য মেলায় স্টল দেওয়া নিয়ে মঈনুদ্দিনের সাথে বিরোধ ছিল একটি পক্ষের। পরে ওইদিন ভোরে সহযোগীসহ ঢাকা থেকে কাপড় নিয়ে অটোরিকশায় কাজীর দেউরির দুই নম্বর গলিতে আসার পর তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায় প্রতিপক্ষের লোকজন।

আরও পড়ুন: বিশ্বনবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে এশিয়ান হাইওয়ে সড়ক অবরোধ, ১৫ কি.মি. দীর্ঘ যানজট

সেখান থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মঈনুদ্দিনকে মৃত ঘোষণা করেন।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply