ইসরায়েলি হামলায় তছনছ দামেস্ক এয়ারপোর্ট, স্থগিত বিমান চলাচল

|

ইসরায়েলি মিসাইল হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত সিরিয়ার রাজধানীর ‘দামেস্ক এয়ারপোর্ট’। অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমান চলাচল। আলজাজিরার খবর।

সিরীয় যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় শনিবার ভোর সাড়ে ৪টা নাগাদ ছোড়া হয় একগুচ্ছ মিসাইল। ইসরায়েরের দখলকৃত গোলান মালভূমি থেকে ক্ষেপণাস্ত্রগুলোর ছোড়া হয়।

সিরিয়া বলছে, এই হামলায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানবন্দরটির রানওয়ে, ভেঙে পড়েছে নেভিগেশন লাইট। এয়ারপোর্ট লবি আর টার্মিনাল ভবন পরিণত হয়েছে ধ্বংসস্তুপে।

তাছাড়া মূল ভবনের একাংশও ক্ষতিগ্রস্ত হয়েছে ওই হামলায়। শিগগিরই বিমান চলাচল স্বাভাবিক করতে সংস্কারকাজ শেষ করায় দিকে মনোযোগ দিয়েছে পরিবহন কর্তৃপক্ষ।

ইসরায়েলি হামলায় গভীর ক্ষোভ জানিয়েছে সিরিয়ার অন্যতম মিত্র রাশিয়া। তারাও বলছে, এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply