প্রতিযোগিতায় অংশ নিতে চলছে শেষ মুহুর্তের তোড়জোড়। অবশ্য, অংশগ্রহণকারীরা সাধারণ কেউ নন; বরং চারপেয়ে পোষ্য বিড়াল।
লাতিন আমেরিকার বিভিন্ন দেশে এই আসর হলেও এবারের আয়োজন বসেছে ব্রাজিলের শহর সাও পাওলোয়। নামে সৌন্দর্য প্রতিযোগিতা হলেও শ্রেষ্ঠ্যত্বের মাপকাঠিতে থাকে আরও অনেক বিষয়। বাহ্যিক গড়নের পাশাপাশি বিড়ালের আচরণ, মেজাজ, সুস্থতা এবং প্রশিক্ষণও বিবেচনায় আনেন বিচারকরা। নানা ধাপে বাছাই করা হচ্ছে আকর্ষনীয় পোষ্যকে। এ আসরের বিজেতারাই যাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে।
এ প্রতিযোগিতায় অংশ নেয়া বিড়ালের মালিক লুইস ক্রেডি বলেন, বংশ বিস্তারের মাধ্যমে আরও উন্নত জাতে পরিণত করা যায় বিড়ালকে। এই বিষয়টি প্রতিযোগিতার মূল অনুপ্রেরণা। চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলেই বিশ্বের যেকোনো জায়গায় যেতে পারবে ব্রাজিল।
সবচেয়ে সুন্দর বিড়ালের খেতাব জোটাতে এ আয়োজনে অংশ নিয়েছে ২৩৪টি বিড়াল।
ক্যাট ক্লাবের প্রেসিডেন্ট জারসন আলভেস পেরেরা বলেন, প্রতিযোগিতাটি সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, এর মাধ্যমে প্রাণীপ্রেমীরা জানতে পারেন পোষ্যকে কিভাবে যত্ন নিতে হবে। কী খেতে দিতে হবে, তাদের আবেগই বা কীভাবে বুঝতে হয়।
আর্জেন্টিনা, ইতালি, চেক প্রজাতন্ত্র ও নরওয়ের বিচারকরা বেছে নিবেন শ্রেষ্ঠ বিড়ালকে। ধাপে ধাপে পোষ্যগুলোকে পর্যবেক্ষণ করে দেবেন চূড়ান্ত সিদ্ধান্ত।
/এমএন
Leave a reply