সাবেক ও বর্তমান ক্রিকেটারদের বেতন ভাতা দ্বিগুণ করলো ভারতীয় বোর্ড

|

ছবি: সংগৃহীত

সাবেক ক্রিকেটার ও আম্পায়ারদের পেনশন ভাতা দ্বিগুণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পাশাপাশি প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতন দুই গুণ বাড়িয়েছে বিসিসিআই।

সোমবার (১৩ জুন) রেকর্ড দামে আইপিএলের সম্প্রচারস্বত্ব বিক্রির পর এমন সুখবর দিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী। দেশটির প্রথম শ্রেণির ক্রিকেটাররা আগে ১৫ হাজার রুপি বেতন পেতেন। এখন থেকে সেটি মাসিক ৩০ হাজার রুপিতে দাঁড়াবে। আর ৩০ হাজার রুপির কম বেতন পাওয়া ক্রিকেটার ও আম্পায়ারদের পেনশন ভাতা হবে ৬০ হাজার রুপি।

তবে ৩০ হাজার রুপির বেশি পাওয়া ক্রিকেটারদের বাড়বে ৭৫ শতাংশ। পাশাপাশি সাবেক টেস্ট ক্রিকেটারদের পেনশন ৩৭ হাজার ৫০০ থেকে বেড়ে হয়েছে ৬০ হাজার রুপি। আর নারী ক্রিকেটারদের আয় ৩০ হাজার থেকে বেড়ে হবে ৫২ হাজার ৫০০ রুপি।

আরও পড়ুন: দেড় বছরে পাকিস্তানকে দুটি বিশ্বকাপ জেতাতে চান বাবর

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply