অর্থ পাচারকারী সরকারী কর্মকর্তা-কর্মচারী হলে ব্যবস্থা নেবে দুদক

|

প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে দেশ থেকে বিভিন্ন উপায়ে পাচার হওয়া অর্থ কর দিয়ে ‘বৈধ’ করার সুযোগ থাকছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে সরকারী কর্মকর্তা-কর্মচারী কর্তৃক পাচার হওয়া অর্থের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানালেন দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মাহবুব হোসেন।

মঙ্গলবার (১৪ জুন) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক সচিব এসব কথা জানান।

দুদক সচিব মাহবুব হোসেন বলেন, সরকারী কর্মকর্তা-কর্মচারীদের অর্থ পাচারের বিষয়ে দুদকের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। দুদকের মানিলন্ডারিং আইনে সরকারী কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যে আইন আছে আমরা সেভাবেই ব্যবস্থা নেবো।

এর আগে, গত ৯ জুন জাতীয় সংসদে ২০২২-২৩ এর প্রস্তাবিত বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী বলেন, দেশ থেকে বিভিন্ন উপায়ে পাচার হওয়া অর্থ কর দিয়ে বৈধ হয়ে গেলে এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না কর বিভাগসহ কোনো কর্তৃপক্ষ।

পাচার হওয়া অর্থ কর দিয়ে বৈধ করার প্রক্রিয়া পাচারকে উৎসাহিত করবে কি না এমন প্রশ্নে দুদক সচিব বলেন, বাজেটের বিষয়ে দুদকের কোনো বক্তব্য নেই, তবে এসব বিষয়ে দুদক নিজস্ব আইনে চলবে। আর এসব বিষয়ে সরকারের তরফ থেকে কোনো নির্দেশনা দুদকে আসেনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply