১১২ রানে পিছিয়ে থেকে ৩য় দিন শুরু করবে সাকিব বাহিনী

|

ছবি: সংগৃহীত

অ্যান্টিগা টেস্টে ১১২ রানে পিছিয়ে থেকে ৩য় দিনের খেলা শুরু করবে বাংলাদেশ। প্রথম ইনিংসে সফররতদের করা ১০৩ রানের জবাবে ক্যারিবীয়দের ইনিংস থামে ২৬৫ রানে। ১৬২ রানে পিছিয়ে থেকে নিজেদের ২য় ইনিংসে ব্যাট করতে নেমে তামিম-মিরাজের উইকেট হারিয়ে ৫০ রান করে দিন শেষ করে সাকিব বাহিনী।

অ্যান্টিগায় প্রথম দিনের মন্থরগতি ধরে রেখে শুরু করেন ব্রাথওয়েট আর বোনার। তবে পিচের আর্দ্রতা কমে গেলেও দাপট দেখান এবাদত। বোনারকে ইনসুইঙ্গারে পরাস্ত করলেও বুঝতেই পারেননি তার ব্যাটে লেগেছিল। বোলার-কিপারের ভুলে ১৪ রানে লাইফ পান বোনার। মোস্তাফিজ আর খালেদও ধরে রাখেন সেই চাপ। এবার খালেদের বলে স্লিপে ক্যাচ দিয়ে ২২ রানে আবারও বেঁচে যান বোনার। তবে ইনিংস বেশি লম্বা করতে পারেননি এই ব্যাটার। দুই দফায় জীবন পেয়ে ৩৩ রান করে সাকিবের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।

বোনার ফিরলে ব্ল্যাকউডের সাথে জুটি বাঁধেন অধিনায়ক ব্রাথওয়েট। ৪০০ মিনিট ক্রিজে থেকে ২৬৮ বল খেলে ধৈর্য্যের চরম পরীক্ষা দিয়ে ফেরেন ক্যারিবীয় অধিনায়ক। খালেদের বলে আউট হবার আগে তার ব্যাট থেকে রান আসে ৯৪।

এরপর খেলেছেন শুধু জার্মেইন ব্ল্যাকউড। ১৩৯ বলে তার করা ৬৩ রানে ভর করেই মূলত আড়াইশ রান পার করে স্বাগতিকরা। শেষ দিকে গুডাকেশ মোটির অপরাজিত ২৩ রানে শেষ পর্যন্ত ২৬৫ রান করে উইন্ডিজ। বল হাতে ৪ উইকেট নিয়েছেন মেহেদী মিরাজ। দুটি করে উইকেট নিয়েছেন খালেদ ও এবাদত।

১৬২ রানে পিছিয়ে থেকে ২য় ইনিংসে ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেন দুই ওপেনার। কিন্তু দলীয় ৩৩ রানে আলজারি জোসেফের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ২২ রান করা তামিম ইকবাল।

নাইটওয়াচম্যান হিসেবে নামা মেহেদী মিরাজকেও টিকতে দেননি এই পেসার। মায়ার্সের হাতে মাত্র দুই রান করে ক্যাচ দিয়ে ফেরেন মিরাজ। তবে জয়-শান্ত এরপর আর কোনো অঘটন ঘটতে না দেয়ায় ২ উইকেটে ৫০ রান নিয়ে ২য় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। ১১২ রান পিছিয়ে থেকেই আবার লড়তে নামবে টাইগাররা।

আরও পড়ুন: ডাক মারার রেকর্ডে সবাইকে ছাপিয়ে গেলো বাংলাদেশ

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply