ওয়াশিংটন ডিসির কনসার্টে বন্দুক হামলায় কিশোর নিহত, পুলিশ সদস্যসহ আহত আরও ৩

|

বন্দুক হামলার পরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা বেড়েই চলেছে। এবার খোদ ওয়াশিংটন ডিসিতেই ঘটলো এ ঘটনা। রোববার (১৯ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা নাগাদ উত্তর-পূর্ব ওয়াশিংটন ডিসিতে কনসার্ট ‘মোচেলা’য় এ বন্দুক হামলা চালানো হয়। এতে ১৫ বছর বয়সের এক কিশোর ঘটনাস্থলেই নিহত হয়। সেই সাথে একজন পুলিশ সদস্যসহ আরও ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। খবর ফক্স নিউজের।

মেট্রোপলিটন পুলিশের বিভাগীয় প্রধান রবার্ট জে কনটি বলেন, ১৫ বছরের ওই বালক ঘটনাস্থলেই মারা যায়। যে কনসার্টে এ হামলা হয়েছে তার অনুমতি ছিল না। তবে এই মোচেলা ফেসটিভালকে ওয়াশিংটন ডিসির সংস্কৃতিরই অংশ হিসেবে ধরা হয়। তাই অনুষ্ঠানটিতে পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেয়া হয়নি। তবে এ ঘটনার পর সেখানে ১০০ জনের একটি পুলিশের টিম পাঠানো হয়েছে।

আহতদের এরই মধ্যে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কে বা কারা এই হামলা করেছে তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, গত দেড় মাসে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। মে মাসে টেক্সাসের বন্দুক হামলায় ২৩ জনের মৃত্যু হয়। তারপর যুক্তরাষ্ট্রে বন্দুক নীতি আরও কঠোর করার দাবি ওঠে, চলে বিক্ষোভও। তবে কংগ্রেস সদস্যরা এ নিয়ে এখনও একমত হতে পারেননি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply