সরকারের অপরিকল্পিত বাঁধ ও রাস্তা নির্মাণের কারণে বন্যা: রিজভী

|

সরকারের অপরিকল্পিত বাঁধ ও রাস্তা নির্মাণের ফলে সাম্প্রতিক বন্যা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

সোমবার (২০ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার শর্তহীন মুক্তি ও বন্যার্তদের সহায়তা পাঠানোর দাবিতে আয়োজিত প্রতীকী অনশনে এই অভিযোগ করেন। বলেন, বন্যায় মানুষ নিদারুণ কষ্টে দিনযাপন করছে। মানুষ চাল-ডালের জন্য হাহাকার করছে; প্রধানমন্ত্রী উৎসব করছেন।

এছাড়াও নানা ইস্যুতে সরকারের সমালোচনা করে রিজভী বলেন, সীমাহীন অনিয়ম আর দুর্নীতির অপরাধে জনগণ একদিন এই সরকারের বিচার করবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply