কুড়িগ্রামে ৯ উপজেলায় সোয়া ২ লাখ মানুষ পানিবন্দি

|

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে ধরলা নদী ও ব্রহ্মপুত্র নদের পানি কিছুটা কমতে শুরু করলেও এখনও পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার ৯টি উপজেলায় ৫০টি ইউনিয়নের ৩৫০টি গ্রামের প্রায় সোয়া ২ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

এছাড়াও নদ-নদীর অববাহিকায় নিম্নাঞ্চলের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। বন্যায় পথ-ঘাট ডুবে যাওয়ায় বানভাসিরা চরম দুর্ভোগে পড়েছেন। প্রায় সাড়ে ৩ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান সাময়িক বন্ধ রয়েছে। এছাড়াও জেলায় ১৪ হাজার হেক্টর ফসলী জমি বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে।

এদিকে, বানভাসিদের শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বন্যা কবলিত এলাকায় সরকারি বেসরকারিভাবে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply