ভারতে বিয়ের অনুষ্ঠানে আনন্দ-উচ্ছ্বাস বোঝাতে অনেকেই গুলি চালিয়ে থাকেন। এবার বিয়েবাড়ির অনুষ্ঠানে বরের গুলিতে নিহতের ঘটনা ঘটলো। সেখানে বিয়ের অনুষ্ঠানের ভিডিও চলছিল। সেই ভিডিওতেই গুলি চালানো ও মৃত্যুর ঘটনা ধরা পড়ে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার ব্রাহ্মনগরে। খবর নিউজ এইটিনের।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। তাতে দেখা যায়, পাত্র মণীশ মাধেশিয়ার চারিদিকে দাঁড়িয়ে রয়েছেন পাত্রপক্ষের লোকজন। বিয়ের পরই আনন্দের বহিঃপ্রকাশ করতে বন্দুক থেকে গুলি চালায় পাত্র। আর সেই গুলি গিয়ে লাগে পাত্রের বন্ধুর বুকে। পাত্রের ওই বন্ধুর নাম বাবু লাল যাদব। সেখানেই তিনি লুটিয়ে পড়েন। যাদবই বন্ধু-বরের জন্য সেই বন্দুক নিয়ে এসেছিলেন।
সোনভদ্র পুলিশের সুপার অমরেন্দ্র প্রতাপ সিং জানিয়েছেন, যিনি মারা গিয়েছেন তিনি বরের বন্ধু। গুলি লাগার পরই যাদবকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। মৃতের পরিবার ঘটনায় এফআইআর দায়ের করেছেন। বরকে গ্রেফতার করেছে পুলিশ। বন্দুকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। বিয়ের অনুষ্ঠানে গুলি চালনার ঘটনা বেআইনি।
https://twitter.com/BhokaalRahul/status/1539850001165058049?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1539850001165058049%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbengali.news18.com%2Fnews%2Fnational%2Fviral-video-groom-kills-friend-in-celebratory-firing-at-wedding-procession-rc-833045.html
ইউএইচ/
Leave a reply