১৮ ফুট লম্বা আর ১০০ কেজি ওজনের এক পাইথন উদ্ধার হলো ফ্লোরিডার এভারগ্লেডসে। সাথে ছিলো ১২২টি ডিম! গবেষকরা এ অঞ্চলের বাস্তুতন্ত্রের প্রজাতি রক্ষা করার জন্য ১০ বছরেরও বেশি সময় ধরে ফ্লোরিডায় অজগর শিকার করছেন। খবর বিবিসির।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে একদল গবেষক উদ্ধার করে বার্মিজ পাইথনটি। ফ্লোরিডায় উদ্ধার হওয়া অজগরের মধ্যে এটিই সবচেয়ে বড়। প্রাণীটিকে নিয়ে গবেষণাকালে তার পেটের ভেতর বেশ কয়েকটি হরিণ খেয়ে ফেলার প্রমাণ পেয়েছে।
এছাড়াও ২৪ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ৪৭ প্রজাতির পাখি এবং দুটি সরীসৃপেরও নমুনা মিলেছে পাইথনটির পেটে। বিপুল পরিমাণ প্রাণী নমুনা পেয়ে বিস্ময় জানিয়েছেন গবেষক দল। সম্প্রতি আরও একটি বিশালাকার পাইথন উদ্ধার হয়েছে ফ্লোরিডায়। যেটির ওজন ছিল ৮৪ কেজি।
২০১৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর দক্ষিণ-পশ্চিম ফ্লোরিডার পাইথন প্রোগ্রামের সংরক্ষণকারীরা ফ্লোরিডা থেকে ১ হাজারের বেশি অজগরকে সরিয়ে নিয়েছে।
এটিএম/
Leave a reply