মুক্তির অপেক্ষায় থাকা ‘দিন দ্য ডে’ সিনেমার ট্রেলার প্রদর্শনের উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যাচ্ছেন আলোচিত জুটি অনন্ত জলিল ও বর্ষা।
শুক্রবার (২৪ জুন) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক স্ট্যাটাসে এ জানান অনন্ত নিজেই।
স্ট্যাটাসে অনন্ত লিখেছেন, অদ্য ২৪শে জুন শুক্রবার বিকেল ৫:৩০ ঘটিকায়, আমরা আসছি আমাদের “দিন দ্যা ডে” সিনেমার নতুন ট্রেলার প্রদর্শন করতে স্টুডেন্টের জন্য, যে ট্রেইলারটি আমরা এখনও ইউটিউবে আপলোড করিনি। স্হান: টিএসসি অডিটেরিয়াম ঢাকা বিশ্ববিদ্যাল,ঢাকা আপনারা সবাই আমন্ত্রিত। মত বিনিময় হবে আপনাদের সাথে “দিন দ্যা ডে” মুভি নিয়ে। ধন্যবাদান্তে- অনন্ত-বর্ষা।
/এসএইচ
Leave a reply