নেত্রকোণায় বন্যা পরিস্থিতির উন্নতি, আশ্রয়কেন্দ্র ছাড়ছেন বানভাসীরা

|

পানি কমতে শুরু করেছে বন্যাদুর্গত এলাকায়।

নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণায় সবগুলো নদ-নদীর পানি কমতে শুরু করেছে। জেলার দশ উপজেলার ৭৩টি ইউনিয়নে ৫ লাখ ৫৪ হাজার মানুষ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার ৩৫৩টি আশ্রয় কেন্দ্রে প্রায় সোয়া লাখ মানুষ আশ্রয় নেয়। পানি কমতে শুরু করায় ধীরে ধীরে আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করেছেন বানভাসীরা।

নেত্রকোণার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহনলাল সৈকত জানিয়েছেন, জেলার ছোটবড় সবগুলো নদ-নদীর পানি কমতে শুরু করছে। তবে উব্দাখালি নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার ও ধনু নদের খালিয়াজুরি পয়েন্টে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নেত্রকোণা জেলা প্রশাসন থেকে ৫১২ মেট্রিকটন চাল ও ২৭ লাখ টাকাসহ ৫ হাজার ৬০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply