স্টাফ করেসপনডেন্ট, সাভার:
সাভারের আশুলিয়ায় ছাত্রের স্ট্যাম্পের আঘাতে শিক্ষক উৎপল কুমার সরকারের (৩৫) মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুন) ভোর সোয়া ৫টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ জানায়, নানা অপরাধে ওই শিক্ষক তার স্কুলের দশম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম জিতুকে শাসন করতেন। সেই ক্ষোভে জিতু ওই শিক্ষককে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে আহত করেন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালেই মৃত্যু হয় তার। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত ওই ছাত্র।
নিহত শিক্ষক উৎপল সরকার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় থানার এঙ্গেলদানি গ্রামের মৃত অজিত সরকারের ছেলে। তিনি আশুলিয়ার চিত্র-শাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষক এবং শৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এটিএম/
Leave a reply