ইউক্রেনের রাজধানীতেই শুধু ১৩ দফা চালানো হলো মিসাইল হামলা। রোববারের (২৬ জুন) এই রুশ আগ্রাসনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে দুজন, আহত অর্ধ-শতাধিক।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সীমান্তঘেঁষা বেলারুশ থেকে ছোড়া হচ্ছে এসব মিসাইল। এ হামলার জন্য ব্যবহৃত হচ্ছে ‘তুপোলেভ বোমারু বিমান’। যেগুলো কাস্পিয়ান সাগর থেকে উড়ে আসছে কিয়েভে।
মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, শুধু রাজধানীই নয় গেলো ২৪ ঘণ্টায় রুশ বর্বরতার শিকার হয়েছে শারকাসি-খারকিভ-চেরনিহিভ এবং লভিভ শহরগুলো। মূলত সেনা প্রশিক্ষণ কেন্দ্র এবং অস্ত্রাগার ধ্বংস করা ছিলো রুশবহরের টার্গেট। দুদিন আগেই পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেৎস্ক দখলের মাধ্যমে নিজ লক্ষ্যের কাছাকাছি পৌঁছেছে রাশিয়া। এ পরিস্থিতিতে, বার্লিনে জি-সেভেন সম্মেলন বসায় বাড়লো মস্কোর ক্ষোভ।
/এডব্লিউ
Leave a reply