বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্প অনেক বেশি থাকায় বেড়ে যায় ছত্রাকের উপদ্রবও। দেখা যায় আসবাবপত্রে জমে যাচ্ছে সাদা ছোপ ছোপ ছত্রাক। অনেকে এ ছত্রাককে ছাতা পড়াও বলে থাকেন। তাহলে আসুন জেনে নেয়া যাক, এ থেকে মুক্তি পাওয়ার উপায়। খবর আনন্দবাজার পত্রিকার।
১) দরজা জানালা থেকে আসবাবপত্র দূরে রাখুন। সাবধান থাকুন কোনোভাবে যেন বৃষ্টির পানি আসবাবপত্রে না লাগে।
২) আসবাবপত্রে বার্নিশ করলে ছত্রাক থেকে কিছুটা মুক্তি পাওয়া যেতে পারে । কাঠের যারা কাজ করেন তাদের দিয়ে বছরে অন্তত একবার বার্নিশ করিয়ে নিন। এতে ভালো দেখাবে আপনার ফার্নিচার সাথে থাকবে না ছত্রাক পরিষ্কারের কোনো ঝামেলা।
৩) আপনার আসবাব যদি মাটি ছুঁয়ে থাকে তবে নিচ থেকে বাষ্প উড়ে এসে সেখানে ছত্রাকের মত বিড়ম্বনা দিতে পারে। ফার্নিচারের পায়ের নিচে ধাতব কিছু রেখে দিলে মিলতে পারে মুক্তি।
আরও পড়ুন: সারাদিন ইয়ারফোন গুঁজে রাখছেন? হতে পারে বিপদ
এটিএম/
Leave a reply