খুলনায় যুবককে গুলি করে হত্যা

|

খুলনা ব্যুরো:

খুলনা নগরীর মুজগুন্নি বাসস্ট্যান্ড এলাকায় বুধবার (২৯ জুন) রাত সোয়া নয়টায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবক মোল্লা জুলকার নাইন ওরফে মুন্না দিঘলিয়া উপজেলার সুগন্ধি গ্রামের সোহরাব মোল্লার ছেলে।

খালিশপুর থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, নগরীর মুজগুন্নি এলাকা থেকে মুন্না তার বাড়ি দিঘলিয়ার সুগন্ধি গ্রামে যাচ্ছিলেন। এ সময় ৩-৪ সশস্ত্র যুবক তার গতিরোধ করে খুব কাছ থেকে মাথার বাম পাশে গুলি করলে ঘটনাস্থলেই মারা যান মুন্না। এ সময় সশস্ত্র দুর্বৃত্তরা আরও দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মটরাসাইকেল যোগে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, নিহত জুলকার নাইন মুন্না দিঘলিয়ার সেনেরহাটি ইউপি চেয়ারম্যান হালিম গাজী হত্যা মামলার চাজর্শিটভুক্ত আসামি ছিলেন। এছাড়া সেনহাটি বাজার কমিটির সাধারণ সম্পাদকও ছিলেন নিহত মুন্না। পূর্ব শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ১০টা পর্যন্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply