দুইমাস বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

|

ছবি: সংগৃহীত

হিলি প্রতিনিধি:

দীর্ঘ দুইমাস বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি।

গতকাল সোমবার কৃষি সম্প্রসারণ অধিদফতরের খামারবাড়ি থেকে আইপি বা ইমপোর্ট পারমিট অনুমোদনের পর আজ বিকেল ৬টা থেকে আবারও শুরু হলো ভারত থেকে পেঁয়াজ আমদানি। হিলি স্থলবন্দরের ১০ জন আমদানিকারক প্রায় ১৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে বলে হিলি উদ্ভিদ সংগনিরোধ অফিস সূত্রে জানা গেছে।

এর আগে গত ৫ মে হিলি স্থলবন্দর দিয়ে সবশেষ পেঁয়াজ আমদানি হয়েছিল।আইপি বা ইমপোর্ট পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গত ৫ মে থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়।

দেশের বাজারে পেঁয়াজর দাম ঊর্ধ্বমুখী হওয়ায় এবং ভোক্তা পর্যায়ে দাম সহনীয় রাখতে গতকাল (৪ জুলাই) থেকে দেশে পেঁয়াজ আমদানিতে অনুমতি দেয় সরকার। ভারত থেকে আমদানি করা এসব পেঁয়াজ প্রকার ভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৫ টাকা কেজি দরে।

এদিকে ভারত থেকে আমদানি পুনরায় শুরু হওয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম কমে আসবে বলে জানিয়েছেন বন্দরের পেঁয়াজ আমদানিকারকরা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply